Monday, June 9, 2025

আজকের ইতিহাস

 ১৭৫২ - ভারতের ত্রিচিনোপলিতে ইংরেজদের কাছ ফরাসি সৈন্যরা আত্মসমর্পণ করে।

১৯০০ - মাত্র ২৫ বছর বয়সে বীরসা মুণ্ডার মৃত্যু
১৯১৫ - আমেরিকান গিটারিস্ট ‘লিস পল’ জন্মগ্রহণ করেন। তিনি ইলেক্ট্রিক গিটারের বর্তমান রূপের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৪০ - নরওয়ে জার্মানির কাছে আত্মসমর্পণ করে।
১৯৫৬ - আফগানিস্তানে ভূমিকম্পে ৪০০ জনের মৃত্যু হয়।
১৯৫৭ - ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন পদত্যাগ করেন।
১৯৬৭ - ইসরাইলের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর মিসরের প্রেসিডেন্ট কামাল আবদেল নাসেরের পদত্যাগ।
১৯৭৩ - স্পেনে এডমিরাল রানেকা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।
১৯৮৫-  ভারতীয় অভিনেত্রী সোনম কাপুরের জন্মদিন।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

আজকের ইতিহাস

  ১৫৬৯: মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট জাহাঙ্গীরের জ্ন্ম ১৫৭৪: গুরু রাম দাস চতুর্থ শিখ গুরু হন ১৭৯৭: ‘ফ্রাঙ্কেনস্টাইন’ গ্রন্থের লেখিকা ও কবি...