১১৭৩: পিসার টাওয়ার নির্মাণ শুরু হয়
১৬৫৫: লর্ড কর্নওয়েল ইংল্যান্ডকে ১১ জেলায় বিভক্ত করেন১৭৭৬: ইতালির রসায়নবিদ আমাদিও অ্যাভোগাদ্রোর জন্ম
১৮৩১: প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন চলাচল শুরু হয়
১৯১০: আলভা ফিসার বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের পেটেন্ট লাভ করেন
১৯৩১: ব্রাজিলের ফুটবলার তথা কোচ মারিও জাগালোর জন্ম
১৯৪২: মহাত্মা গান্ধীর আহ্বানে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়
১৯৪৫: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকি শহরে আমেরিকার ফেলা পরমাণু ৩৯ হাজার মানুষের মৃত্যু
১৯৫৮: আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে প্রথম কেবল স্থাপন করা হয়
১৯৬৫: সিঙ্গাপুর-এর মালয়েশিয়া থেকে পৃথক হয়ে স্বাধীনতা লাভ
১৯৭০: বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর মৃত্যু
১৯৭৪: ওয়াটার গেট কেলেঙ্কারির কারণে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিকসনের পদত্যাগ
১৯৭৫: কলকাতায় প্রথম টেলিভিশনের দূরদর্শনের (বর্তমানে ডিডি বাংলার)আগমন ঘটে
১৯৭৫: তেলেগু ইন্ডাস্ট্রির অভিনেতা ও প্রযোজক সুপারস্টার মহেশ বাবুর জন্ম
১৯৯৩: ভারতীয় শৈল্পিক জিমন্যাস্ট দীপা কর্মকারের জন্ম
২০০৮: গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.