Friday, September 29, 2023

আজকের ইতিহাস

👉বিশ্ব হার্ট দিবস💝



১৭২৫: ভারতের প্রথম ইংরেজ শাসক রবার্ট ক্লাইভের জন্ম
১৮২৯: পুলিশ বাহিনী লন্ডনে প্রথম দায়িত্ব পালন শুরু করে
১৮৪১: ভারতে প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মান - 'লেজিয়ঁ দনার' এ সম্মানিত বাঙালি উদ্যোগপতি দুর্গাচরণ রক্ষিতের জন্ম
১৮৯২: প্রথম রাতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়
১৯০৯: বলিউডের চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জীর জন্ম
১৯২৯: বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে
১৯৩২: অভিনেতা মেহমুদের জন্ম
১৯৩৫: ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়
১৯৩৯: ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়
১৯৪২: স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা শহীদ হন
১৯৭১: ওড়িশা, পশ্চিমবঙ্গে ঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে অন্তত ১০ হাজার মানুষের মৃত্যু

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

আজকের ইতিহাস

  ১৭৮২: বাঁশের কেল্লা খ্যাত বিপ্লবী তিতুমীর তথা সৈয়দ মীর নিসার আলীর জন্ম ১৮৮০: টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন। ১৮৮৬...