১৭৮৬- কলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া স্থাপিত হয়
১৮০০- শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘সমাচার’ প্রকাশিত হয়১৮৩৭- প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডের জন্ম১৮৫৮- ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক একজন জার্মান উদ্ভাবক রুডলফ ডিজেল জন্মগ্রহণ করেন১৯০১- সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের জন্ম১৯১০ - শিশু সাহিত্যিক বিমল ঘোষের জন্ম১৯১২ – লেখক ও ঔপন্যাসিক বিমল মিত্রের জন্ম১৯২৬- বিশিষ্ট রস সাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী হিমানীশ গোস্বামীর জন্ম১৯৩৮- অভিনেতা ও প্রযোজক শশী কাপুরের জন্ম ১৯৩৯- প্রাক্তন ইংরেজ ফুটবলার রন অ্যাটকিনসনের জন্ম১৯৪৪- চলো দিল্লি ধ্বনি মুখে আজাদ হিন্দ ফৌজ ভারত-বর্মা সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে সশস্ত্র সংগ্রাম শুরু করে১৯৬৫- সোভিয়েত নভোচারী আলেক্সি লিওনভ মহাশূন্যে মানুষের পদচারণার প্রথম ইতিহাস সৃষ্টি করেন১৯৭৪- কবি বুদ্ধদেব বসুর মৃত্যু২০০৭- ভারতে জন্মগ্রহণকারী প্রাক্তন ইংরেজ ক্রিকেটার ও কোচ বব উলমারের মৃত্যু