১৭২৬- কলকাতার ফোর্ট উইলিয়মে চালু হল প্রথম মেয়রস কোর্ট
১৮২৭- কলকাতা শহরে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল ক্লাব১৮৩১ - বুশ ক্লাবের উদ্যোগে কলকাতা শহরে প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়১৮৫৫- কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়১৮৭১- ভারতে বালিকা বিদ্যালয়ে শিক্ষয়িত্রীর অভাব দূর করার জন্য ভারত সংস্কার সভার উদ্যোগে কলকাতার পটলডাঙায় একটি শিক্ষয়িত্রী বিদ্যালয় স্থাপন করা হয়১৮৮৪ - অক্সফোর্ড ইংলিশ ডিকশনারীর ১ম খণ্ড (এ টু এন্ট) প্রকাশিত হয়১৯০২ - আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি জ্যোতির্বিজ্ঞানী অনিলকুমার দাসের জন্ম১৯০৫- বারাসত-বসিরহাট রেলপথ চালু হল১৯০৭- নাট্যকার ব্রজেন্দ্রকুমার দে’র জন্ম১৯১৪- অভিনেতা এ কে হাঙ্গেলের জন্ম১৯২২- বিশিষ্ট বাঙালি লেখক ও ঔপন্যাসিক শক্তিপদ রাজগুরুর জন্ম১৯৩০ – বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদের জন্ম১৯৩৩ – বিশিষ্ট সরোদ বাদক পদ্মশ্রী বুদ্ধদেব দাশগুপ্তের জন্ম১৯৪২ - ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়১৯৪৮- কবি যতীন্দ্রমোহন বাগচীর মৃত্যু১৯৫৩- কলকাতার আলিপুরে অবস্থিত ইম্পেরিয়াল লাইব্রেরির জাতীয় গ্রন্থাগার নামকরণ হয় এবং এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়১৯৫৭ – অভিনেতা জ্যাকি শ্রফের জন্ম১৯৬৫ - স্যার উইনস্টন চার্চিলের সম্মানে কানাডার ল্যাব্রাডরে অবস্থিত হ্যামিল্টন রিভারের নামকরণ করা হয় চার্চিল রিভার১৯৭১- ক্রিকেটার অজয় জাদেজার জন্ম১৯৭১ – অভিনেতা, সঙ্গীতশিল্পী তথা রাজনীতিবিদ মনোজ তিওয়ারির জন্ম১৯৮১- দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার গ্রেম স্মিথের জন্ম১৯৮২- ভারতের সাঁওতালি ভাষার অলচিকি লিপির বর্ণমালার আবিষ্কর্তা পণ্ডিত রঘুনাথ মুর্মুর মৃত্যু১৯৮২- পাক ক্রিকেটার শোয়েব মালিকের জন্ম১৯৮৩- অভিনেত্রী পদ্মাদেবীর মৃত্যু২০০৩- মহাকাশ অভিযাত্রী কল্পনা চাওলার মৃত্যু